শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বিয়ে করলেই মিলবে অর্থ!

বিয়ে করলেই মিলবে অর্থ!

বিয়ের পর নতুন সংসার গোছাতে যেখানে খরচ নিয়ে সবাই হিমশিম খায় সেখানে জাপান সরকার নবদম্পতিকে দিচ্ছে লাখ লাখ টাকা! দেশটির সরকারের তরফে বলা হয়েছে, ‘নিউজিওয়েড সাপোর্ট প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় আগামী এপ্রিল থেকে নবদম্পতিদের আর্থিক সহায়তা বাবদ ৬ লাখ ইয়েন বা বাংলাদেশি টাকায় ৪ লাখ ৮৬ হাজার টাকা দেওয়া হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, জাপানে যেহেতু জন্মহার কমে গেছে এবং মানুষজন দেরিতে বিয়ে করছেন বা অবিবাহিত থাকছেন এ কারণে তাদের বিয়েতে উৎসাহিত করতেই উদ্যোগটি নেওয়া হয়েছে। তবে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে কিছু শর্তও রাখা হয়েছে। যেমন নবদম্পতি দুজনেরই বয়স ৪০ বছরের কম হতে হবে। শুধু তাই নয়, দুজনের মিলিত আয় হতে হবে ৫.৪ মিলিয়ন ইয়েন বা প্রায় ৪৩ লাখ টাকার ওপরে। এ ছাড়া দুজনেরই বয়স ৩৫ বছর হলে এবং মিলিত আয় ৪.৮ মিলিয়ন বা ৩৮ লাখ টাকা হলে তাদের আর্থিক সহায়তা পাবেন ৩ লাখ ইয়েন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর