শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মহাকাশের ছায়াপথে শিহরণ জাগানো শব্দ

মহাকাশের ছায়াপথে শিহরণ জাগানো শব্দ

আশ্চর্য মহাকাশ! অন্তত এই ব্রহ্মান্ডে প্রতিনিয়ত ঘটে চলেছে কত না অজানা ঘটনা। যা সব সময় জানা বা বোঝা আমাদের পক্ষে অসাধ্য। তবে মাঝেমধ্যেই জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া নানা তথ্য এই অজানা ব্রহ্মা- সম্পর্কে আমাদের জানতে সহায়তা করে।

সম্প্রতি এই সুবিশাল মহাকাশ সম্পর্কে অজানা তথ্য এবং চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নাসার মহাকাশ বিজ্ঞানীরা। নাসার জ্যোতির্বিজ্ঞানীদের টুইটারে শেয়ার করা ওই ভিডিওতে দেখা গেছে, মহাকাশের অন্ধকার মেঘমুক্ত আকাশের অসংখ্য তারার সমাবেশ। আমাদের সৌরজগতের এই ছায়াপথে বা মিল্কিওয়েতে হাবল টেলিস্কোপের সাহায্যে ধরা পড়েছে মহাকাশের অদ্ভুত এক শব্দ। যাকে জ্যোতির্বিদরা সোনিফিকেশন বলে বর্ণনা করেছেন। টেলিস্কোপ ব্যবহারকারীরা প্রায় ৪০০ আলোকবর্ষজুড়ে ওই অঞ্চল থেকে নক্ষত্রদের ডেটা বা আওয়াজ শুনতে পারেন। নাসার চন্দ্র এক্সরে অবজারভেটরি, হাবল স্পেস টেলিস্কোপ এবং স্পিজিটর স্পেস টেলিস্কোপের ‘একক’ হিসেবে বা একসঙ্গে কাজ করে। প্রতিটি চিত্র পৃথিবী থেকে প্রায় ২৬ হাজার আলোকবর্ষ দূরের ওই অঞ্চলে সংঘটিত বিভিন্ন ঘটনা প্রকাশ করে। হাবলের চিত্রটি শক্তিশালী অঞ্চলগুলোর রূপরেখা তৈরি করে যেখানে নক্ষত্রের জন্ম হচ্ছে, অন্যদিকে স্পিটজারের ইনফ্রারেড চিত্রটিতে জটিল কাঠামোযুক্ত ধূলিকণা মেঘ দেখায়।

আর এই হাবল টেলিস্কোপের সাহায্যে মিল্কিওয়ের ডেটা সংগ্রহ করার পর নাসার মহাকাশ বিজ্ঞানীরা টুইটারে একটি অডিও পোস্ট করেছেন।

সর্বশেষ খবর