শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনা নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়

বৈশ্বিক প্রস্তুতি, সহযোগিতা ও সংহতির অভাবই দায়ী : গুতেরেস

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া বৃহস্পতিবার করোনাভাইরাস মহামারী নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তীব্র বিতন্ডায় লিপ্ত হয়। এদিকে জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস বলেন, প্রভাবশালী রাষ্ট্রগুলো কভিড-১৯ পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। গুতেরেস করোনাভাইরাসকে নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য এবং বিশ্বব্যাপী ১০ লাখের কাছাকাছি মৃত্যুর জন্য ‘বৈশ্বিক প্রস্তুতি, সহযোগিতা ও সংহতির অভাব’-কে দায়ী করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বৃহস্পতিবার হওয়া ওই বৈঠকে চলমান মহামারী মোকাবিলায় বিশ্ব নেতাদের ব্যর্থতার কথা তুলে ধরেন মার্কিন প্রতিনিধি কেলি ক্রাফট বলেন, এ মহামারীর জন্য দায়ী চীন। এরপরই চীনের দূত এর কড়া জবাব দেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে উন্নত মেডিকেল টেকনোলজি ও ব্যবস্থা থাকার পরও কেন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটছে। যদি কাউকে দায়ী করতে হয় তাহলে তা কয়েকজন মার্কিন রাজনীতিককে নিজেদের দায়ী করতে হবে। রাশিয়ার দূতও চীনকে সমর্থন দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৈঠকে বিভিন্ন দেশের দূতদের সমালোচনা করেন মার্কিন দূত ক্রাফট। তিনি বলেন, আপনাদের সবার লজ্জা হওয়া উচিত। আজকের বৈঠকের বিষয়বস্তু নিয়ে আমি হতবাক ও মেনে নিতে পারছি না।

সর্বশেষ খবর