শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ভ্যাকসিনের জন্য রাশিয়াকে ‘ধন্যবাদ’ জানাল হু

মাস পার হয়ে গেল রাশিয়ার করোনাভাইরাস ভ্যাকসিন মাঠে এসেছে। কিন্তু এই ভ্যাকসিনকে স্বীকৃতি দেওয়া তো দূরের কথা, এর ট্রায়ালের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। কিন্তু এবার ধীরে ধীরে সুর নরম করছে হু। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করোনার ভ্যাকসিন আবিষ্কারে আন্তরিক চেষ্টার জন্য দেশটির ভূয়সী প্রশংসা করেছেন। ভ্যাকসিন তৈরিতে উদ্যোগী হওয়ার জন্য রাশিয়াকে ধন্যবাদও জানিয়েছেন। এতদিন ধরে ভ্যাকসিন নিয়ে সাফল্যের দৌড়ে এগিয়ে ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা। ছিল মডার্না, ফাইজারের মতো সংস্থাও। তাদের টেক্কা দিতেই রাশিয়া তড়িঘড়ি স্পুটনিক-ভি আনার কথা ঘোষণা করেছে বলে দাবি করছেন বহু দেশের বিশেষজ্ঞরা। তাদের প্রধান অভিযোগ, রাশিয়ার এই করোনা ভ্যাকসিন এখনো মানব ট্রায়ালের সব ধাপ পাড় করতে পারেনি। তাই এর কার্যকারিতা সংশয়াতীত নয়।

সর্বশেষ খবর