শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বিহারে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে ২৮ অক্টোবর

নয়াদিল্লি প্রতিনিধি

করোনা মহামারীর মধ্যেই ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা গতকাল সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করে বলেন, বিধানসভার ২৪৩টি আসনে ভোট গ্রহণ করা হবে তিন পর্যায়ে। ২৮ অক্টোবর, ৩ এবং ৭ নভেম্বর। ফল ঘোষণা ১০ নভেম্বর। সিইসি অরোরা জানান, এবারে করোনার স্বাস্থ্য প্রটোকল মেনেই নির্বাচন হবে। প্রতিটি বুথে এক হাজার ভোটার ভোট দিতে পারবেন। আগে দেড় হাজার ভোটার দিতেন। এর জন্য বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে। তিনি বলেন, করোনা রোগীদের বুথে এসে ভোট দিতে হবে। তবে তাদের জন্য শেষ ঘণ্টা বরাদ্দ করা হয়েছে। ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোট হবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ইভিএম মেশিনে ভোট দেওয়ার সময়ে ভোটারদের গ্লাভস পরে ভোট দিতে হবে। নির্বাচন কমিশন মাস্ক, দস্তানা, পিপিই কিটস ও স্যানিটাইজার সরবরাহ করবে। বিহারের বিরোধী দলগুলো ভোট পেছানোর দাবি জানিয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনার ওই দাবি খারিজ করে বলেন, ‘করোনা কমছেই না। এই অবস্থায় ভোটারদের গণতান্ত্রিক অধিকার ও স্বাস্থ্য প্রটোকলের মধ্যে সামঞ্জস্য করেই ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিহার বিধানসভা ২৯ নভেম্বরের মধ্যে গড়তেই হবে। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। ভারতে এই প্রথম করোনা মহামারীর মধ্যে বড় ধরনের নির্বাচন হতে চলেছে।

সর্বশেষ খবর