শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
করোনা পরিস্থিতি

ভয়াবহ সংকটে ইসরায়েল আবার কঠোর লকডাউন

ইসরায়েল মাত্র ৯০ লাখ লোকের দেশ। গত মার্চ থেকে করোনা নিয়ে যথেষ্ট সচেতন দেশটি। প্রথম দিকে দেশটির নেওয়া নানা পদক্ষেপ বিশ্বে প্রশংসিত হয়। কিন্তু দিন যত যাচ্ছে কোনো পদক্ষেপ কাজে আসছে না। প্রতিদিন ইসরায়েলে গড়ে ৭০০০ নতুন সংক্রমিত হচ্ছে। দেশটিতে এখন সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে গেছে। হাসপাতালে রোগীদের ভর্তি না করে ফিরিয়ে দিতে হচ্ছে। কারণ জায়গা নেই। ইসরায়েলের সেনাবাহিনী নতুন সংক্রমিতদের জন্য বৃহদাকারের একটি ফিল্ড হাসপাতাল নির্মাণ করছেন। শুধু তাই নয়, ইসরায়েল বিশ্বে প্রথম দেশ, যারা দ্বিতীয়বার লকডাউন জারি করল। প্রধানমন্ত্রী,  বেনজামিন নেতানিয়াহু বলেছেন, সংক্রমণের সংখ্যা কমিয়ে আনতে লকডাউন ছাড়া কোনো গত্যন্তর নেই। দ্রুত এবং যথাযথ পদক্ষেপ না নিলে, ইসরায়েল মহাবিপর্যয়ের মুখে পড়বে।

সর্বশেষ খবর