রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
অন্য খবর

ইঁদুরের স্বর্ণপদক

ইঁদুরের স্বর্ণপদক

স্থলমাইন শনাক্ত করে মানুষের জীবন বাঁচানোয় কম্বোডিয়ায় সম্মানজনক স্বর্ণপদক জিতেছে একটি ইঁদুর। আফ্রিকার বিশালাকৃতির মাগওয়া ইঁদুরটিকে পুরস্কৃত করেছে ব্রিটিশ ভেটেরিনারি চ্যারিটি পিপলস ডিসপেনসারি ফর সিক অ্যানিমেলস (পিডিএসএ)। দক্ষিণ-পূর্ব এশিয়ার সংঘাতময় দেশ কম্বোডিয়ায় লাখ লাখ মাইন পোতা আছে বিভিন্ন এলাকায়। এর বিস্ফোরণে প্রতি বছর অনেক মানুষ প্রাণ হারায়। বিভিন্ন দেশের সহায়তায় কম্বোডিয়া সরকার এই মাইনগুলো শনাক্তের চেষ্টা করে আসছে। কিন্তু কাজটি বেশ সময়সাপেক্ষ, জটিল ও বিপজ্জনক। এই প্রেক্ষাপটে আবর্তিত হয় মাগওয়া ইঁদুর।

দীর্ঘদিন ধরে মাইন শনাক্তের কাজটি এই ইঁদুরটিকে দিয়ে করানো হচ্ছে। এটি ঘ্রাণশক্তির মাধ্যমে খুব সহজে ভূমিতে পুঁতে রাখা মাইনগুলো শনাক্ত করতে পারে এবং তা মাটির ভিতর থেকে বের করে আনতে পারে কোনোরকম দুর্ঘটনা ছাড়াই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর