সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০

প্রবাসী ভারতীয়দের ভোটই বড় ফ্যাক্টর

তানভীর আহমেদ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রবাসী ভারতীয় ভোটারদের নিয়ে নতুন হিসাব কষছে যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলো। নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ও রাজনৈতিক লেনদেনের বিষয়টি নির্বাচনে বড় ভূমিকা রাখবে- এটা নিশ্চিত। ট্রাম্পের সঙ্গে মোদির সুসম্পর্কের কথা প্রচার করে প্রবাসী ভারতীয় ভোটারদের কাছে টানছে রিপাবলিকানরা। অন্যদিকে ডেমোক্র্যাটরা ভারতে কাশ্মীর সংকটের নানাদিক প্রচার করছেন। ‘কমলা হ্যারিস ফ্যাক্টর’ প্রেসিডেন্ট নির্বাচনে বড় ভূমিকা রাখছে। ভাইস প্রেসিডেন্ট পদে তার লড়াই সহজ হতে পারে প্রবাসী ভারতীয় ভোটারদের কারণে। কমলা হ্যারিসের মা ভারতীয় হওয়ায় ডেমোক্র্যাটরা এই ভোটারদের সমর্থন আদায়ে উঠেপড়ে লেগেছেন।

ট্রাম্প সমর্থকদের মিছিল : করোনা পরিস্থিতির মাঝেও ওয়াশিংটন জনসমুদ্রে পরিণত হলো। গত শনিবার ট্রাম্পের সমর্থনে হাজার হাজার মানুষ প্লেকার্ড ও স্লোগানে মিছিলে অংশ নেন। ২০১৬ সালে এখানে অল্প ও মাঝারি আয়ের মানুষের ভোট বাগিয়ে নিয়েছিলেন ট্রাম্প। তার এই ভোট রাজনীতি ডেমোক্র্যাটদের ভাবিয়ে তুলেছে। সুপ্রিম কোর্টে অ্যামি কোনি ব্যারেটকে মনোনয়ন ঘোষণার আগে ওয়াশিংটনে দীর্ঘ মিছিলে কয়েক হাজার ট্রাম্প সমর্থক উপস্থিত হয়েছিলেন। ট্রাম্প সমর্থকদের এত বড় মিছিল ছিল চোখে পড়ার মতো। মিশিগান, পেলসেলভেনিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যে ট্রাম্পের প্রচারণার কৌশল অনেক নির্বাচনী বিশ্লেষককে চমকে দিয়েছে।

 

 

 

সর্বশেষ খবর