সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অবস্থান আরও পোক্ত হলো

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অবস্থান আরও পোক্ত হলো

আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়ে বলেছিলেন, তিনি মালয়েশিয়ার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন। এ জন্য প্রস্তুতিও নিচ্ছেন দেশটির আলোচিত ও সমালোচিত এ রাজনীতিক। কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার দাবি করে যখন সরকার উৎখাত পরিকল্পনা করছেন এই রাজনীতিক তখন দেশটির গুরুত্বপূর্ণ রাজ্য সাবাহ-এর নির্বাচনে জয় পেয়েছে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের ক্ষমতাসীন জোট। আনোয়ার ইব্রাহিমের হুমকির প্রেক্ষাপটে তার সাত মাস বয়সী সরকারের জন্য এই নির্বাচনকে দেখা হচ্ছিল গণভোট হিসেবে। নির্বাচনে তার জোট বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী মুহিদ্দিনের অবস্থান শক্তিশালী হলো বলে মনে করা হচ্ছে। শনিবার অনুষ্ঠিত সাবাহ নির্বাচনে ৭৩টি আসনের মধ্যে মুহিদ্দিনের পেরিকাতান ন্যাশনাল (পিএন) জিতেছে ৩৮ আসনে।

সর্বশেষ খবর