সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
রয়টার্স-ইপসোস জরিপ

জনপ্রিয়তার ব্যবধান কমছে ট্রাম্প-বাইডেনের

জনপ্রিয়তার ব্যবধান কমছে ট্রাম্প-বাইডেনের

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই যেন জমে উঠছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যকার জনপ্রিয়তার ব্যবধানও ততই কমে আসছে। রয়টার্স-ইপসোসের চালানো সর্বশেষ যৌথ জনমত জরিপে দেখা গেছে, সুইং স্টেটগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এখন খুবই অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। মূলত এ রাজ্যগুলোই প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ের নির্ধারক শক্তি। খবর রয়টার্সের

চলতি মাসের প্রথম দিকে ছয়টি সুইং স্টেটে জরিপটি চালায় রয়টার্স-ইপসোস। চলতি সপ্তাহে এর ফল প্রকাশিত হয়। এতে দেখা গেছে, ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনা রাজ্যে বাইডেন ও ট্রাম্পের পক্ষে জনমত সমান সমান। অন্যদিকে অ্যারিজোনা ও পেনসিলভানিয়ায় যথাক্রমে এক ও তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। উইসকনসিন ও মিশিগানে ট্রাম্পের চেয়ে বাইডেন পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

সর্বশেষ খবর