শিরোনাম
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

তেইশে পা দিল গুগল

তেইশে পা দিল গুগল

কোনো বিষয় জানা দরকার, চিন্তা নেই আছে ‘গুগল’! সব কৌতূহল মেটাতে পারে। সবকিছু খুঁজে দিতে পারে। সবার প্রিয় সেই গুগল গতকাল তেইশে পা দিয়েছে। প্রতিবছর জন্মদিন উপলক্ষে গুগল একটি বিশেষ ডুডল তৈরি করে। এবারও সেটা করেছে। আর তাতেও বিশ্বজুড়ে চলা মহামারীর ছায়া। একা একাই যেন জন্মদিন পালন করছে গুগল। জন্মদিনের টুপি পরে ইংরেজি বর্ণ ‘জি’ ল্যাপটপে ভিডিও কলে ব্যস্ত। পাশেই উপহার আর এক টুকরো কেক রয়েছে। ল্যাপটপ থেকে বের হওয়া পপ আপে দেখা যাচ্ছে ‘Google’-এর বাকি বর্ণগুলোও জন্মদিনের আনন্দ করছে। মহামারীর সময়ে গুগলও যেন ভার্চুয়াল জন্মদিন পালন করল। গুগলের জন্ম ১৯৯৬ সালে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র ল্যারি পেজ ও সের্গেই ব্রিন সংস্থাটি শুরু করেছিলেন। যদিও শুরুতে তারা সংস্থার নাম রেখেছিলেন ‘ব্যাকরাব’। তখন অবশ্য সার্চ ইঞ্জিন নয়, নিজেদের ব্যবহারের জন্য ওয়েবপেজ বানিয়েছিলেন দুই বন্ধু। ১৯৯৭ সালে ল্যারি পেজ ও সের্গেই নতুন সংস্থা শুরুর উদ্যোগ নেন। তখন এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয় ‘গুগল’। এই নামটি এসেছে ‘googol’ শব্দটি থেকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর