সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জাতিসংঘের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বেলারুশের হুঁশিয়ারি

বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা জারির বিষয়ে হুঁশিয়ারি জানিয়েছে বেলারুশ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমাদের উদ্বেগ আমাদের দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। খবর এপির

বিতর্কিত নির্বাচনের পর প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে বেলারুশে গত ১০ আগস্ট থেকে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমাতে সরকার ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। রাজনৈতিক এই অস্থিতিশীলতার মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন বেলারুশের বিরুদ্ধে জাতিসংঘে নিষেধাজ্ঞা প্রস্তাব এনেছে।

 

সর্বশেষ খবর