শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
ট্রাম্পের তাগাদা ব্যর্থ

নির্বাচনের আগে মিলবে না করোনার টিকা

নির্বাচনের আগে মিলবে না করোনার টিকা

প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনার টিকা হাতে চলে আসতে পারে। ডোনাল্ড ট্রাম্পের এ আশায়    জোর ধাক্কা দিল মডার্না থেরাপিউটিকস। বুধবার সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানি ব্যানসেল জানিয়ে দিয়েছেন, ২৫ নভেম্বরের আগে কোনোমতেই জরুরি ভিত্তিতে করোনার টিকা পাওয়া সম্ভব নয়। এ খবর জানাচ্ছে মার্কিন সংবাদপত্র ফিন্যানশিয়াল টাইমস। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ নভেম্বর। এর আগেই টিকা মার্কিন বাজারে এনে নির্বাচনে সুবিধা করতে চেয়েছিলেন ট্রাম্প। তবে মডার্নার সাম্প্রতিক ঘোষণায় তার সে আশা জোরেশোরেই ধাক্কা খেল।

ব্যানসেল জানিয়েছেন, মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ থেকে থেকে অনুমোদন নিতে হবে বাজারে ভ্যাকসিন ছাড়ার আগে। জরুরি ভিত্তিতে এর অনুমোদনের আবেদন করলেও তা অনুমোদিত হতে কমপক্ষে ২৫ নভেম্বর গড়াবে। এ সময়ের মধ্যে ভ্যাকসিনের নিরাপত্তা সম্পর্কিত যেসব তথ্য-প্রমাণ তারা পাবেন তা ইমারজেন্সি ইউজ অথরাইজেশন বা ইইউএর কাছে পাঠাবেন। তবে এ প্রক্রিয়ায়ও আগামী বছরের মার্চের আগে তা বাজারে আনা সম্ভব হবে না। করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি গত মঙ্গলবারের বিতর্কেও তিনি প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে বলেন, ১ নভেম্বরের আগেই ভ্যাকসিন চলে আসতে পারে আমাদের হাতে। কিন্তু মডার্নার এ ঘোষণায় সে আশার গুড়ে বালি পড়ল। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের বিষয়টিও স্পষ্ট করেছেন ব্যানসেল। তিনি জানান, ভ্যাকসিন অনুমোদনের আগে এফডিএর কিছু শর্ত তাদের মানতে হয়। এর মধ্যে রয়েছে- যাদের ওপর সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা চালানো হচ্ছে তাদের মধ্যে অন্তত অর্ধেককে দুই মাস নজরদারির মধ্যে রাখতে হবে। সে সময়সীমা মেনেই ১ নভেম্বরের আগে টিকা আনা সম্ভব হবে না বলে জানান ব্যানসেল।

করোনার সম্ভাব্য যে ১১টি টিকা নিয়ে চূড়ান্ত পর্বের পরীক্ষা-নিরীক্ষা চলছে, তার মধ্যে মডার্নার ভ্যাকসিন অন্যতম। দৌড়ে রয়েছে ফাইজারও। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বোর্লা অবশ্য ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তাদের টিকা কাজ করছে কিনা সে উত্তর অক্টোবরের মধ্যে জানা যাবে।

সর্বশেষ খবর