শিরোনাম
শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গণধর্ষণের ঘটনায় উত্তাল ভারত যোগীর ইস্তফা দাবি

কলকাতা প্রতিনিধি

গণধর্ষণের ঘটনায় উত্তাল ভারত যোগীর ইস্তফা দাবি

উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছর বয়সী এক দলিত কন্যার খুন ও গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা ভারত। গত ১৪ সেপ্টেম্বর হাথরস জেলার ভুলাগড়ি গ্রামে গণধর্ষণ করা হয় তাকে। এরপরই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছিল নিগৃহীতাকে। গত মঙ্গলবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। আর এর পরই দেশজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। প্রশ্নের মুখে যোগী আদিত্যনাথের প্রশাসন ও সেই রাজ্যের নারী নিরাপত্তা। পরিবারের মানা সত্ত্বেও কেন রাতের অন্ধকারে যোগীর পুলিশ প্রশাসন ওই লাশ সৎকার করল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই ঘটনার তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে বিজেপি শাসিত রাজ্য সরকার। গতকাল নির্যাতিতার বাড়িতে যান সিটের সদস্যরা। পরিবারকে আশ্বস্ত করা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট প্রশাসনকে জমা দেওয়া হবে।

সর্বশেষ খবর