শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চক্রান্ত করেই বাবরি ধ্বংস

-বিচারপতি লিবেরহান

চক্রান্ত করেই বাবরি ধ্বংস

১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের কারণ অনুসন্ধানে লিবারহান কমিশন গঠন করা হয়েছিল। তদন্ত দলের প্রধান ছিলেন বিচারপতি লিবারহান। ২০০৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এ প্রতিবেদন দেওয়া হয়েছিল। প্রতিবেদনে প্রবীণ নেতা এল কে আদভানি, মুরলি মনোহর যোশি এবং উমা ভারতী, আরএসএস এবং বিজেপির প্রবীণ নেতাদের জড়িত থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে : ‘তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মসজিদটি ধ্বংসে সমর্থন করেছিল।’ লখনৌয়ের সিবিআই আদালত বুধবার জানিয়ে দিয়েছে, বাবরি ভাঙার পেছনে কোনো চক্রান্ত ছিল না।  আদভানিরা বরং মসজিদ বাঁচাতে চেয়েছিলেন। এই রায় আসার পরেই লিবারহান জানিয়ে দিলেন, তিনি যে রিপোর্ট দিয়েছিলেন, তাতে চক্রান্তের কথাই বলা হয়েছিল।

সর্বশেষ খবর