শিরোনাম
শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অবশেষে বেলজিয়ামের রাজকন্যার স্বীকৃতি

অবশেষে বেলজিয়ামের রাজকন্যার স্বীকৃতি

অবশেষে বেলজিয়ামের রাজপরিবারের স্বীকৃতি, অধিকার ও খেতাব পেলেন দেশটির সাবেক রাজা আলবার্ট দ্বিতীয়র ‘লাভ চাইল্ড’ ডেলফিন বোয়েল। তবে খুব সহজেই মেলেনি এই স্বীকৃতি। এ জন্য দীর্ঘ আইনি লড়াই করতে হয়েছে তাকে। এরপরই রাজকন্যা উপাধি দিতে রাজপরিবারকে নির্দেশনা দিয়েছে দেশটির আদালত। বোয়েলের বর্তমান বয়স ৫২ বছর। কিং আলবার্টের বিবাহবহির্ভূত সম্পর্কের ফলে তার জন্ম হলেও পিতার স্বীকৃতি পাচ্ছিলেন না। এই স্বীকৃতি আদায়ে এক দশকের বেশি সময় ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে আলবার্ট স্বীকার করেন, তিনি বোয়েলের বাবা। এরপরই আদালতের এই নির্দেশনা এলো। আদালত রুলিংয়ে বলেছে, আলবার্টের বৈধ বিবাহের মাধ্যমে জন্ম নেওয়া অন্য সন্তানদের মতো ‘লাভ চাইল্ড’ বোয়েলকেও সমান অধিকার ও উপাধি দিতে হবে। বোয়েলের মা ব্যারোনেস সিবিলে দে সেইলিস লংশ্যাম্পসের দাবি, রাজা হওয়ার আগে আলবার্টের সঙ্গে তার ১৮ বছরের সম্পর্ক ছিল। ১৯৬৬ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তাদের সম্পর্কের মধ্যে জন্ম হয় বোয়েলের। কন্যার শিশুকালেও পাশে ছিলেন আলবার্ট। বিষয়টি প্রথম আলোচনায় আসে ১৯৯৯ সালে। ওই বছর আলবার্টের স্ত্রী রানী পাওলার অননুমোদিত একটি আত্মজীবনীতে উল্লেখ করা হয় যে, পরনারীর গর্ভে জন্ম নেওয়া এক সন্তানের বাবা আলবার্ট। এরপর ২০০৫ সালে এক সাক্ষাৎকারে বোয়েল প্রথমবারের মতো দাবি করেন, তার জন্মগত পিতা হচ্ছেন অসুস্থতার কারণে ২০১৩ সালে সিংহাসন ছাড়া কিং আলবার্ট। এরপর শুরু হয় আইনি লড়াই। তাতে বোয়েলের পক্ষে চূড়ান্ত রায় দিল আদালত। এই রায়ে বোয়েল খুব উচ্ছসিত বলে জানালেন তার আইনজীবী মার্ক উটেনডেলে, ‘এই বিচারিক জয় কখনো বাবার ভালোবাসার অভাব ঘুচাতে পারবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর