শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এইচ-১বি ভিসা নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ মার্কিন আদালতের

স্বস্তিতে হাজারো বিদেশি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

এইচ-১বি ভিসার ওপর ট্রাম্প প্রশাসনের সাময়িক নিষেধাজ্ঞার নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে মার্কিন ফেডারেল কোর্ট। ভিসা নির্দেশিকা কার্যকর না করার সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন আমেরিকায় কর্মরত ভারতের হাজার হাজার তথ্যপ্রযুক্তি কর্মী। বৃহস্পতিবার ভিসা নিষেধাজ্ঞা তথা ওয়ার্ক পারমিট-সংক্রান্ত এ মামলায় রায় দেন ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট জজ জেফরি হোয়াইট। জানা গেছে, এইচ-১বি ভিসায় নিষেধাজ্ঞা জারির ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করে বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান। ওই মামলার শুনানি শেষে ভিসায় নিষেধাজ্ঞা বলবৎ না করার নির্দেশ দিয়েছেন বিচারক। ট্রাম্পের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে মাইক্রোসফ্্ট, গুডইয়ার টায়ার ও ইক্কোন মোবাইলের মতো বড় বড় কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে। ২৫ পৃষ্ঠার এ নির্দেশে জজ মন্তব্য করেছেন, নন-ইমিগ্র্যান্ট ভিসায় বিদেশি শ্রমিক আনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত প্রদানের এখতিয়ার প্রেসিডেন্টের নেই, সেটি কেবল কংগ্রেসের রয়েছে। রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে নিয়োগকৃত এই জজ আরও উল্লেখ করেছেন, অভিবাসনের সঙ্গে সম্পর্ক রয়েছে- এমন কর্মীদের আনার ব্যাপারে প্রেসিডেন্ট যথেচ্ছাচার করেছেন নির্বাহী আদেশ জারির মাধ্যমে; যা স্পষ্টতই বিদ্যমান আইনের পরিপন্থী।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন মাথায় রেখে ভূমিপুত্রদের চাকরির অধিকার সুরক্ষিত করতে গত জুনে এ ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর