শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দ্বিতীয় সংক্রমণের ঢেউয়ে বিপর্যস্ত ইসরায়েলি জনগণ

ইসরায়েল মাত্র ৯০ লাখ লোকের দেশ। গত মার্চ থেকে করোনা নিয়ে যথেষ্ট সচেতন দেশটি। প্রথমদিকে দেশটির নেওয়া নানা পদক্ষেপ বিশ্বে প্রশংসিত হয়। কিন্তু দিন যত যাচ্ছে কোনো পদক্ষেপ কাজে আসছে না। প্রতিদিন ইসরায়েলে গড়ে ৭০০০ নতুন সংক্রমিত হচ্ছে। দেশটিতে এখন সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে গেছে। হাসপাতালে রোগীদের ভর্তি না করে ফিরিয়ে দিতে হচ্ছে। কারণ জায়গা নেই। ইসরায়েলের সেনাবাহিনী নতুন সংক্রমিতদের জন্য বৃহদাকারের একটি ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে। এই দ্বিতীয় ঢেউয়ের ব্যাপারে অবশ্য সজাগ দেশটির প্রশাসন। প্রতিদিন হাজার হাজার নতুন শনাক্তকরণ হয়েছে ‘শিন বেট’ নিরাপত্তা প্রযুক্তির মাধ্যমে। কিন্তু ভয়াবহতা কমছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর