শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি করবে না সিরিয়া

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, আরব বিশ্বের বিশেষ করে ফিলিস্তিনি জনগণের স্বার্থ ক্ষুণ্ন হয়- ইসরায়েলের সঙ্গে কখনো এমন কোনো চুক্তি তার সরকার করবে না। নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার এ কর্মকর্তা বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার কয়েক দশকের দ্বন্দ্বের বিষয়ে সিরিয়া একটি সামঞ্জস্যপূর্ণ নীতি অনুসরণ করে আসছে। এখন কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে চুক্তি করে ফিলিস্তিনিদের অধিকার এবং তাদের বাস্তুচ্যুত করার যে প্রচেষ্টা চালাচ্ছে তার নিন্দা জানায় সিরিয়া। তিনি বলেন, সিরিয়া নিজেই তার অধিকার ফিরে পাওয়ার জন্য রুখে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনিদের ব্যাপারে যে কোনো ধরনের ব্যক্তিগত এবং আপসকামী চুক্তির কঠোর বিরোধিতা করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর