শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নেতৃত্বে বাইডেন-হ্যারিসের বিকল্প নেই : গ্রেস মেং

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্কে বাংলাদেশিসহ এশিয়ানদের আস্থার কংগ্রেসওম্যান হিসেবে বিবেচিত গ্রেস মেং বলেছেন, ‘আমেরিকার সম্মানজনক নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি বিদ্যমান জটিল কিছু সমস্যার আশু সমাধানের জন্যই ৩ নভেম্বরের নির্বাচনে বাইডেন-হ্যারিসের বিজয়ের বিকল্প নেই। আর এই বিজয় অর্জনের জন্য দরকার ব্যাটেলগ্রাউন্ড তথা বিজয় নির্ধারণী সিদ্ধান্তহীন স্টেটসমূহ, বিশেষ করে পেনসিলভেনিয়া, ওহাইয়ো এবং মিশিগানে ব্যাপক ভোট প্রার্থনায় অংশগ্রহণ। আর এই করোনাকালীন সেটি করতে হবে ফোনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে’। গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের এশিয়ান-আমেরিকান কমিউনিটির শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে এক ভার্চুয়াল মিটিংয়ে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির ভাইস চেয়ার গ্রেস মেং আরও বলেন, ‘বাইডেন-হ্যারিসের বিজয়ে এশিয়ান আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকায় অধিষ্ঠিত হতে পারেন।

আর এর মধ্য দিয়েই অভিবাসন ইস্যুতে যে ভীতিকর পরিস্থিতি ট্রাম্প প্রশাসন তৈরি করেছে- সেটির অবসানের পথ সুগম হবে।’

বাইডেন-হ্যারিসের পক্ষে নিউইয়র্কে এশিয়ান-আমেরিকানদের জোটকে সোচ্চার করার অভিপ্রায়ে এ মিটিংয়ে আরও বক্তব্য রাখেন সাবেক অলিম্পিয়ান মিশেল কাওয়ান, লেখক-মানবাধিকার সংগঠক মায়া হ্যারিস, স্টেট সিনেটর জন ল্যু, স্টেট সিনেটর কেভিন থমাস, স্টেট অ্যাসেম্বলিম্যান রন কিম, স্টেট অ্যাসেম্বলিম্যান ইউহ-লাইন নিউ, কুইন্স বরোর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট শ্যারন লি, নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান মারগারেট চিন, কাউন্সিলম্যান পিটার কো, ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটিতে এশিয়ান-আমেরিকানবিষয়ক ককাসের চেয়ার বেল লিয়ং-হং, ‘বাইডেন ফর প্রেসিডেন্ট’ জোটে এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডারবিষয়ক পরিচালক অমিত জ্যানি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর