রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিদেশি শিক্ষার্থীদের জন্য খুলছে কানাডার দুয়ার

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

আন্তর্জাতিক শিক্ষার্থী, অবিবাহিত দম্পতি (বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড) এবং গুরুতরভাবে অসুস্থদের আত্মীয়-স্বজনের জন্য কানাডার সীমান্ত খুলে দেওয়া হলো। শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। করোনাভাইরাস আতঙ্কে মার্চ থেকেই কানাডার সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। এখনো পুরোপুরি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত পুনরায় পুরোপুরি ভাবে খুলে দেওয়ার ব্যাপারটি অনিশ্চিত হয়ে পড়ল বলে উভয় দেশের নীতিনির্ধারকরা মনে করছেন। প্রসঙ্গত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় ট্রাম্প ও ফার্স্ট লেডির দ্রুত আরোগ্য কামনা করেছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী সোফি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় ট্রাম্প ও মেলানিয়া তার খোঁজ-খবর নিয়েছেন। করোনার প্রকোপ শুরু থেকেই সবার জন্য মাস্ক এবং সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করেছেন কানাডার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ট্রুডো শুক্রবার গণমাধ্যমকে বলেছেন, মহামারীর সময় যথাযথ পদক্ষেপ গ্রহণে কানাডা কালক্ষেপণ করেনি।

সর্বশেষ খবর