রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

যুদ্ধবিরতিতে আগ্রহী আর্মেনিয়া

আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছাতে ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে আর্মেনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার এ তথ্য বলা হয়েছে। এদিকে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে আর্মেনিয়া যে বক্তব্য দিয়েছে তার প্রতিক্রিয়া দিয়েছে আজারবাইজান। দেশটি স্পষ্ট করেই বলেছে, যুদ্ধবিরতির আগে বিতর্কিত অঞ্চলটি আর্মেনিয়ার সেনা প্রত্যাহার করতে হবে। আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের।

সর্বশেষ খবর