সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ক্ষমতায় এলে কৃষি আইন বাদ : রাহুল

কলকাতা প্রতিনিধি

ক্ষমতায় এলে কৃষি আইন বাদ : রাহুল

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে মোদি সরকারের পাস করা তিনটি কৃষি আইনই আঁস্তাকুড়ে ছুড়ে ফেলা হবে। গতকাল পাঞ্জাবে ‘খেতি বাঁচাও আন্দোলন’-এ যোগ দিয়ে এ মন্তব্য করেন রাহুল। গত মাসে ভারতের পার্লামেন্টে বিজেপি সরকার তিনটি কৃষি বিল পাস করে। পরে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। কিন্তু কংগ্রেস, তৃণমূলসহ অবিজেপি দলগুলো এ আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে। তাদের দাবি, এতে কৃষকরা ঠকবে, যার প্রভাব পড়বে কৃষিতে। এ আইনের বিরুদ্ধে গত মাসেই ভারতজুড়ে হরতালের ঘোষণাও দেয় কৃষক সংগঠনগুলো। এমন এক পরিস্থিতিতে রবিবার পাঞ্জাবে কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় পথে নামেন রাহুল গান্ধী। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে সঙ্গে নিয়ে ট্র্যাক্টর র‌্যালিতে অংশ নেন রাহুল। পরে রাজ্যটির মোগা জেলার বাদনি কালন এলাকায় একটি কৃষক সভা থেকে রাহুল বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করছি যেদিন কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় আসবে আমরা এ তিনটি কালো আইন প্রত্যাহার করব এবং তা আঁস্তাকুড়ে ছুড়ে ফেলব। বাদ যাবে এ আইন।’

সর্বশেষ খবর