সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভারি বৃষ্টিপাতে ফ্রান্স এবং ইতালিতে বন্যা

কমপক্ষে দুজন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন আরও ২৫ জন। শক্তিশালী ঝড় ‘অ্যালেক্স’ তা-বে দক্ষিণ ফ্রান্স এবং উত্তর ইতালিতে বন্যা দেখা দিয়েছে। খবর বিবিসির। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিপাত হচ্ছে। ফ্রান্সের নিস শহরের সঙ্গে বেশ কয়েকটি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং গ্রামগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির মেয়র সৃষ্ট পরিস্থিতিকে স্মরণকালের সবচেয়ে খারাপ বন্যা হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে ইতালির রাস্তাঘাট এবং সেতুগুলো বন্যার পানিতে ভেসে গেছে, বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর