মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

২৩ দিনেও শুরু হলো না কাবুল তালিবান আলোচনা

কাতার সফরে আফগান প্রেসিডেন্ট

যুদ্ধে যুদ্ধে রক্তাক্ত, বিধ্বস্ত আফগানিস্তান। দেশটিতে শান্তি ফেরাতে আজ থেকে ২৩ দিন আগে কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালিবানের মধ্যে শান্তি আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়। এর ফলে দেশটিতে ফের একবার বন্দুকের গর্জন থামবে বলে আশা জেগেছিল সাধারণ মানুষের মনে। কিন্তু সেই আশায় জল ঢেলে এখনো কাবুলের সরকারি প্রতিনিধি ও তালিবান নেতৃত্বের মধ্যে মুখোমুখি কোনো আলোচনাই হয়নি।  এর মধ্যে কাতারের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে দেশটি সফরে গেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। কিন্তু দোহায় আফগান সরকারি প্রতিনিধিদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের চলা শান্তি আলোচনায় যোগ দিবেন না তিনি, তবে শান্তি আলোচনায় অংশ নেওয়া আফগান প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা। চলমান শান্তি আলোচনা তদারককারী একজন জ্যৈষ্ঠ পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, আফগানিস্তানে সহিংসতা না কমায় ও তালেবানরা নিরপরাধ বেসামরিকদের হত্যা অব্যাহত রাখায় দোহায় প্রেসিডেন্ট গনি গোষ্ঠীটির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন না।

সর্বশেষ খবর