মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
করোনার দ্বিতীয় ঢেউ

ফের লকডাউনের পথে নিউইয়র্ক

কোনো শহরের মধ্যে করোনাভাইরাসে প্রথম সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। প্রথম দফার সে ঢেউ কঠোরভাবে নিয়ন্ত্রণে এনেছিল নিউইয়র্ক প্রশাসন। কিন্তু এবার সেই শহরে শুরু হয়েছে দ্বিতীয় ঢেউ। গতকাল পর্যন্ত শহরটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। মারা গেছেন ৩৩ হাজারের বেশি। এর মধ্যে নিউইয়র্কের কয়েকটি এলাকায় গত কয়েকদিনে বেড়েছে সংক্রমণের হার। যার জেরে ওই শহরের কয়েকটি এলাকায় ফের জারি হয়েছে লকডাউনের বিধিনিষেধ। রবিবার তা ঘোষণা করেছেন নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিয়ো। নতুন করে আছড়ে পড়া করোনা ঢেউ রুখতে ২০টি হটস্পট চিহ্নিত করেছে সেখানকার স্থানীয় প্রশাসন।

সর্বশেষ খবর