শিরোনাম
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মুক্তবাজার অর্থনীতি করোনা মোকাবিলায় ব্যর্থ : পোপ

পোপ ফ্রান্সিস বলেছেন, করোনা মহামারী সবার চোখ খুলে দিয়েছে যে মুক্তবাজার অর্থনীতি মানুষের সব জরুরি প্রয়োজন মেটাতে পারে না। রোমান ক্যাথলিক বিশপদের উদ্দেশে লেখা ৭০ পৃষ্ঠার এক খোলা চিঠিতে পুঁজিবাদের কঠোর সমালোচনা করেছেন তিনি। বলেছেন, সামাজিক সমস্যার সমাধান সূত্র হিসেবে যে ম্যাজিক থিওরি রয়েছে, মূলত সেগুলোকে বিকৃত করে গড়ে উঠেছে মুক্ত বাজারের পুঁজিবাদ। সাত মাসেরও বেশি সময় পর রবিবার ভ্যাটিকানের বাইরে পা রাখেন পোপ ফ্রান্সিস। সেখানে মহামারী পরবর্তী বিশ্ব কেমনভাবে সাজাতে হবে তার একটি রূপরেখা দিয়েছেন পোপ।

সর্বশেষ খবর