মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিশ্বের ১০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে : হু

বিশ্বের প্রায় দশ শতাংশ মানুষ ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। বিশ্বে এখন মোট জনসংখ্যা প্রায় ৭৮০ কোটি। অর্থাৎ প্রায় ৭৮ কোটি মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়ে থাকতে পারে। এর ফলে বিশ্বের বৃহৎ জনগোষ্ঠী এই ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে পড়েছে। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি বিষয়ের পরিচালক মাইক রায়ান সংস্থাটির নির্বাহী বোর্ডের সভায় এই শঙ্কার কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, দক্ষিণপূর্ব এশিয়ার কিছু অঞ্চলে প্রাদুর্ভাব বেড়ে চলেছে। ইউরোপ ও ভূমধ্যসাগরীয় পূর্বাঞ্চলের কিছু অংশে সংক্রমণ এবং মৃত্যু বেড়েছে। তিনি বলেন, আমরা একটি কঠিন সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। রোগটি ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়ছে। বৈঠকে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে অস্ট্রেলিয়াও দ্রুত তদন্ত কাজে সমর্থন করছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ খবর