বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কিরঘিজস্তানে জনতার দখলে পার্লামেন্ট

কিরঘিজস্তানে জনতার দখলে পার্লামেন্ট

কিরঘিজস্তানে ভোটে কারচুপির অভিযোগে পথে নেমেছিলেন বিক্ষোভকারীরা। তারা সোজা চলে গেলেন পার্লমেন্টের সামনে। সেখানে পুলিশ মোতায়েন ছিল। বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। কিন্তু কয়েক হাজার জনতার প্রতিবাদের সামনে পুলিশের অবরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রতিবাদকারীরা ঢুকে পড়েন পার্লামেন্ট ভবনে। প্রেসিডেন্টের অফিসও জনতার দখলে। কিরঘিজস্তানে গত রবিবার পার্লামেন্ট নির্বাচনের ফল বেরিয়েছে। ভোটে কারচুপির অভিযোগে সোমবার সন্ধ্যা থেকেই বিক্ষোভ শুরু হয়। সহিংস বিক্ষোভের পর নির্বাচনী ফল বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষও।

বিক্ষোভকারীরা একটি কারাগার থেকে প্রাক্তন প্রেসিডেন্ট অ্যালমাজবেককেও মুক্ত করেছে।

সর্বশেষ খবর