বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
উত্তরপ্রদেশে দলিত নারী ধর্ষণ

বিক্ষুব্ধদের বিরুদ্ধেই মামলা পুলিশের

ভারতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতন চালিয়ে হত্যার পর উত্তরপ্রদেশজুড়ে ১৯টি মামলা দায়ের করেছে পুলিশ। হাথরাস জেলার ওই নৃশংস মামলাটি সামলানো নিয়ে সমালোচনার মুখে পড়া পুলিশ এবার পাল্টা দায়ের করা এসব মামলায় রাজ্যের শান্তি বিঘিœত, রাষ্ট্রদ্রোহ এবং ধর্মবিদ্বেষে উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের শান্তি বিঘিœত করতে হাথরাসের ঘটনা ব্যবহারের অভিযোগ তোলার পর রাজ্যের বিভিন্ন স্থানে এসব মামলা দায়ের করা হয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এদিকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার দাবি করেছে, ‘হাথরাসে তরুণীর ধর্ষণই হয়নি। স্রেফ রাজ্য সরকারের বদনাম করতে ও হিংসা ছড়াতেই ষড়যন্ত্র করা হয়েছিল।’ তার এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ।

এদিকে আদালত নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে।

সর্বশেষ খবর