বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বোমায় ধূলিসাৎ সাজানো শহর, জ্বলছে ঘরবাড়ি

একে অপরের দিকে আঙ্গুল তুলছে আজারবাইজান ও আর্মেনিয়া। সোমবার দুই দেশই জানায়, নাগরিক এলাকা লক্ষ্য করে মর্টার হামলা চালাচ্ছে প্রতিপক্ষ। ফলে প্রাণহানির আশঙ্কা থাকছে। দক্ষিণ ককেশাস এলাকায় গত ২৫ বছরে যুদ্ধের এই ভয়াবহতা চোখে পড়েনি। এ অবস্থায় কথা বলেছেন ন্যাটোপ্রধান জেনস স্টোলেনবার্গ। তিনি বলেন, সোমবার থেকে বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। গত রবিবার সকাল থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সীমান্ত সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সংঘর্ষের কেন্দ্রবিন্দু নগরনো-কারাবাখ অঞ্চলটি, আজারবাইজানের ভূখন্ডের অন্তর্গত হলেও সেখানকার বেশিরভাগ মানুষ জাতিগতভাবে আর্মেনীয় এবং সেখানে স্থানীয়ভাবে একটি আর্মেনীয় সরকারের শাসন চলছে।

শান্তি প্রস্তাব ইরানের : যুদ্ধ নয়দিন পেরিয়ে গেল। এখনো অধরা সমাধানসূত্র। ইরান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। জাতিসংঘ, রেডক্রস, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়ার পরে এবার শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে ইরান।

সর্বশেষ খবর