বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
নাগর্নো-কারাবাখ নিয়ে যুদ্ধ

সমঝোতার কথা বলল আর্মেনিয়া

সমঝোতার কথা বলল আর্মেনিয়া

আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধের বিরোধিতা করে গতকাল ইউরোপীয় কমিশনের সদর দফতর ব্রাসেলসের কাছে এক সমাবেশ করেছে বেলজিয়ামে বসবাসরত আর্মেনীয়রা -এএফপি

নাগর্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধ ১১ দিনে পড়ল। সেই যুদ্ধ এখন আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে। এ অবস্থায় আর্মেনিয়া বলল, বিতর্কিত নাগর্নো-কারাবাখের রাজধানী কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে আজারবাইজানের সেনা। আজারবাইজানও আর্মেনিয়ার বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে। তবে এরই মধ্যে সামান্য আশার আলো দেখা গিয়েছে। মঙ্গলবার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, আজারবাইজান চাইলে নাগর্নো-কারাবাখ নিয়ে পারস্পরিক সমঝোতায় আসার কথা ভাবা যেতে পারে। অন্যদিকে ইরান ফের আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, যেভাবে বিভিন্ন গোষ্ঠী এই যুদ্ধে অংশ নিচ্ছে, তাতে অচিরেই দুই দেশের লড়াই একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে।

সর্বশেষ খবর