বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
মার্কিন নির্বাচন

ট্রাম্পের করোনা থাকলে বিতর্কে নারাজ বাইডেন

সাইফ ইমন

ট্রাম্পের করোনা থাকলে বিতর্কে নারাজ বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের পরবর্তী বিতর্ক আগামী ১৫ অক্টোবর হওয়ার কথা। ট্রাম্প শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিতর্কে ডোনাল্ড ট্রাম্প সশরীরে উপস্থিত থাকবেন। করোনার সংক্রমণ থেকে ট্রাম্প এখনো সুস্থ হয়ে না উঠলেও সশরীরে কীভাবে উপস্থিত থাকবেন তা নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। গত মঙ্গলবার তার প্রচার শিবির থেকে জানানো হয় ট্রাম্পের সশরীরে উপস্থিত হওয়ার কথা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প যদি করোনায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে আগামী সপ্তাহে তার সঙ্গে দ্বিতীয় বিতর্ক করা উচিত হবে না বলে জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান বাইডেন। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি যদি করোনায় আক্রান্ত  থাকেন তাহলে আমার মনে হয় বিতর্ক করা উচিত হবে না। এ সময় বাইডেন আরও বলেন, আমি জানি না প্রেসিডেন্ট ট্রাম্প এখন কেমন আছেন। আমি তার সঙ্গে বিতর্কের জন্য মুখিয়ে আছি। তবে আশা করছি যাতে সব প্রটোকল অনুসরণ করা হয়।

সর্বশেষ খবর