বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আমেরিকা ফার্স্ট স্লোগানে ট্রাম্পের নয়া নীতি

এইচ-ওয়ান বিতে আগতদের বেতন বাড়বে ১৭ শতাংশ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মচারী নিয়োগকর্তাদের জন্য ট্রাম্প প্রশাসন মঙ্গলবার নতুন আইন জারির ঘোষণা দিয়েছে। এটি আজ থেকে কার্যকর হবে। তুলনামূলক কম বেতনের মার্কিন কর্মচারীদের স্থলে এইচ-ওয়ান বি ভিসায় আনা বিদেশি কর্মীর জন্য নয়া বেতন-স্কেল ধার্য করা হয়েছে। বেতন বাড়ানোর কারণ হিসেবে ট্রাম্প প্রশাসন বলছে বেশি বেতনের কারণে কোম্পানিগুলো কম বিদেশি কর্মী নেবে। এর ফলে করোনায় বিপর্যস্ত আমেরিকানদের কর্মসংস্থান নিশ্চিত হবে বলে ট্রাম্প প্রশাসনের বিশ্বাস। গত নির্বাচনে ট্রাম্পের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল, ‘আমেরিকা ফার্স্ট’। সে লক্ষ্যেই অভিবাসনের নীতি পরিবর্তন। এর মধ্যে করোনার অজুহাতে জুনের শেষ সপ্তাহ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশ থেকে অস্থায়ী ভিত্তিতে কর্মী আনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প। গত সপ্তাহে একটি ফেডারেল কোর্ট সেই নির্দেশকে বেআইনি ঘোষণা করেছে। নতুন নীতিতে চাকরিতে যোগদানের সময়েই এইচ-ওয়ান বি ভিসায় আগতরা নির্ধারিত বেতন-ভাতার ৪৫% করে পাবেন, যা বর্তমানের চেয়ে ১৭% বেশি হবে। ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের উপমন্ত্রী কেন কুচিনেল গণমাধ্যমকে এ প্রসঙ্গে বলেন, নয়া বিধির প্রভাব পড়বে এইচ-ওয়ান বি ভিসার আবেদনের এক-তৃতীয়াংশ কোম্পানির ওপর।

সর্বশেষ খবর