শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মার্জিত বন্ধুভাবাপন্ন বিতর্ক

ভাইস প্রেসিডেন্ট ডিবেট

মার্জিত বন্ধুভাবাপন্ন বিতর্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক, অনেকটা অ-প্রধান বলেই গণ্য করা হয়। তবে এ বছর সেই ধারায় পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত সপ্তাহে ৭৪ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা সংক্রমণ এবং নানাবিধ অজানা প্রশ্ন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের সতর্ক নির্বাচনী প্রচারণা, তার বয়স ইত্যাদি কারণে আমেরিকান জনগণ একটু ধন্দে পড়েছেন। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের বাগারম্বর সমালোচনার জন্ম দিয়েছে গোটা বিশ্বে।  তবে সেই তুলনায় দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্কটি তকমা পেল ভদ্রোচিত ও প্রশংসিত হিসেবে। প্রথমেই ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী সিনেটর হ্যারিস কভিড-১৯ মোকাবিলায় সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন। তবে এসম্পর্কে নিজের মত দেন পেন্স। তবে পর্যবেক্ষকদের ধারণা ভাইস প্রেসিডেন্ট পেন্স, যেমনি প্রত্যেকটি প্রশ্নের জবাবে অতিরিক্ত সময় নিয়ে তা তুলে ধরেছেন, সিনেটর হারিস সেই সুযোগটি নিতে পারেননি। তবে শালীনতাপূর্ণ বিতর্কটি মোটামুটি উপভোগ্য হয়েছিল।

সর্বশেষ খবর