শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিশ্বে প্রতি ১৬ সেকেন্ডে জন্ম নিচ্ছে একটি মৃত শিশু : জাতিসংঘ

বিশ্বে প্রতি ১৬ সেকেন্ডে একটি মৃত শিশু জন্ম নিচ্ছে। আর প্রতিবছর বিশ্বে মৃত শিশু জন্ম নেওয়ার সংখ্যা প্রায় ২০ লাখ। জাতিসংঘের বরাত দিয়ে এমনটি জানিয়েছে আল জাজিরা। জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করে আরও বলা হয়েছে যে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে বিশ্বের আরও ২ লাখের মতো বেশি মৃত শিশু জন্ম নিতে পারে। ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বব্যাংক গ্রুপ একটি যৌথ প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের ৮৪ শতাংশ মৃত শিশু জন্মে নিন্ম এবং মধ্যম আয়ের দেশ। কারণ হিসেবে ওই দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থাকে দায়ী করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রসূতিপূর্ব সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করলে কয়েক হাজার শিশুর জীবন বাঁচতে পারে। এ নিয়ে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর বলেন, গর্ভবতী অবস্থায় সন্তানের মৃত্যু একটি পরিবারের জন্য মারাত্মক শোকের। প্রাণহানির বাইরেও এটি নারী, পরিবার ও সমাজের মানসিক এবং আর্থিক ব্যয়ে মারাত্মক এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। ২০১৯ সালে জন্মানো মৃত শিশুদের মধ্যে বেশিরভাগই কোনোরকম লক্ষণ ছাড়াই মৃত জন্ম নিয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

 

সর্বশেষ খবর