শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আসামে সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত

কলকাতা প্রতিনিধি

সরকারি অর্থে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা বন্ধের সিদ্ধান্ত নিল ভারতের আসাম রাজ্য সরকার। সরকারের অভিমত, জনগণের অর্থে কোনো ধর্মীয় শিক্ষা চলতে পারে না। সরকারের অর্থে ধর্মগ্রন্থ পড়ানোর পরম্পরা বন্ধ করতেই হবে। আগামী নভেম্বরে মাদ্রাসা বন্ধ করার ব্যাপারে সরকারি নির্দেশনা জারি করা হবে বলেও জানিয়েছে রাজ্যটির শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার গুয়াহাটিতে রাজ্যটির শিক্ষামন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জানান, ‘সরকারি খরচে কোনো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে চলার অনুমতি দেওয়া হবে না। আগামী নভেম্বর মাসে এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। তবে বেসরকারি উদ্যোগে পরিচালিত মাদ্রাসাগুলো সম্পর্কে আমাদের কিছু বলার নেই।’ এই সিদ্ধান্তে ১৪৮ জন চুক্তিভিত্তিক মাদ্রাসা শিক্ষককে মধ্য শিক্ষা পর্ষদের আওতাধীন সাধারণ স্কুলগুলোতে বদলি করা হবে। শিক্ষামন্ত্রীর ওই ঘোষণার পরই ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ) সভাপতি বদরুদ্দিন আজমল জানান, ‘আপনি মাদ্রাসাকে বন্ধ করতে পারেন না। সরকার যদি জোর করে এগুলোকে বন্ধ করে রাখে তবে আমরা ক্ষমতায় আসার পর ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে ৫০-৬০ বছরের পুরনো এ সরকারি মাদ্রাসাগুলোকে পুনরায় খোলা হবে।’ সরকারি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন বলেও জানান আজমল।

সর্বশেষ খবর