শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের মানসিক অবস্থা খতিয়ে দেখতে কমিশন চান পেলোসি

ট্রাম্পের মানসিক অবস্থা খতিয়ে দেখতে কমিশন চান পেলোসি

সদ্য করোনাযুদ্ধে জয়ী হয়ে হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই তাঁর মানসিক অবস্থা খতিয়ে দেখতে কমিশন গঠন করার প্রস্তাব দিলেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর স্পিকার ন্যান্সি পেলোসি। এর পাশাপাশি ট্রাম্প আদৌও মার্কিন প্রেসিডেন্ট পদে থাকায় সক্ষম কিনা তাও যাচাই করে দেখতে চান তিনি। বৃহস্পতিবার একটি সংবাদ  সম্মেলনে পেলোসিকে প্রেসিডেন্ট ট্রাম্পের কভিডে আক্রান্ত হওয়া এবং তাঁর সুস্থতা সম্পর্কে প্রশ্ন করা হয়। এর উত্তরে ন্যান্সি জানান, আমরা মার্কিন কংগ্রেসে সংবিধানের ২৫তম সংশোধনীর অধীনে একটি কমিশন গঠন করতে চলেছি। যার দ্বারা প্রেসিডেন্টকে তাঁর যাবতীয় দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হবে। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প করোনা থেকে সুস্থ হওয়ার জন্য যেসব ওষুধ খেয়েছেন তাতে তাঁর মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়েছে বলেই মনে হচ্ছে। আগামী ৩ নভেম্বর নির্বাচনের আগে সংবিধানের  সংশোধনী নিয়ে আলোচনা করা যুক্তিযুক্ত কিনা তা জানতে চান সাংবাদিকরা। এর উত্তরে ন্যান্সি জানান, এখনো পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য-সংক্রান্ত বিষয়ে হোয়াইট হাউসের তরফে কোনো বক্তব্য পেশ করা হয়নি। উল্টো দিকে দেশের মানুষ যখন করোনার তা-বে বিপর্যস্ত তখন প্রাণঘাতী এই বিষয় নিয়ে তাচ্ছিল্য করেছেন ট্রাম্প। এর ফলেই তাঁর মানসিক অবস্থা সম্পর্কে সবাই সন্দিহান।

সর্বশেষ খবর