শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

৭০ ভাগ ভোটারের আশঙ্কা মার্কিন গণতন্ত্র হুমকির মুখে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

আসছে ৩ নভেম্বরের নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ভয়ঙ্কর এক সংকটের মুখোমুখি বলে ৭০ শতাংশ ভোটার মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক মিডিয়া হাউস ‘ফক্স নিউজ’ পরিচালিত এক জরিপে এমন তথ্য ওঠে এসেছে। বুধবার প্রকাশিত জরিপ প্রতিবেদনে আরও বলা হয়েছে, অক্টোবরের ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত ১০১২ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়। মাত্র ২৪ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র যে বিপন্ন এটি তারা মনে করেন না। ৬ শতাংশ বলেছেন, তেমন কোনো পরিস্থিতির ব্যাপারে তারা নিশ্চিত নন। জরিপে অংশগ্রহণকারী রিপাবলিকান ও ডেমোক্র্যাট ভোটারের ৭০ শতাংশ মনে করেন, ৩ নভেম্বরের নির্বাচন হাজির হচ্ছে বিজয়ীর কাছে ক্ষমতা হস্তান্তর ব্যবস্থাকে কঠিন এক সংকটে ফেলতে। ‘আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে- এটি কি আপনি মনে করেন?’- এমন প্রশ্নের জবাবে উপরোক্ত মতামত ব্যক্ত করেন উভয় পার্টির ৭০% সমর্থক। এমন জবাব প্রদানকারীর ৬২% হলেন রিপাবলিকান এবং ৭৮% ডেমোক্র্যাট। উল্লেখ্য, নির্বাচনে যদি জয়ী হতে না পারেন তবে ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করার মনোভাব প্রকাশের পরিপ্রেক্ষিতে এই জরিপ চালানো হয়। একই দিন ফক্স নিউজ পরিচালিত অপর এক জরিপে ট্রাম্পের চেয়ে বাইডেন ১০ পয়েন্ট এগিয়ে ছিলেন।

সর্বশেষ খবর