শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জার্মানির বড় শহরে বাড়ছে করোনা সংক্রমণ

বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখের মতো শহরে করোনা সংক্রমণের হার বেড়ে চলায় জার্মান চ্যান্সেলর মেরকেল মেয়রদের সঙ্গে বৈঠকে বসছেন। স্বাস্থ্যমন্ত্রী পরিস্থিতির অবনতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। শুরু থেকে করোনা মহামারী মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে সফল হলেও জার্মানির পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে শীতের মাসগুলোয় সংক্রমণের হার মারাত্মক হারে বাড়ার আশঙ্কা করছে সরকার ও প্রশাসন। পরিস্থিতি সামলাতে ফেডারেল ও রাজ্য স্তরে প্রস্তুতির মধ্যে সাধারণ মানুষের আচরণের বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। এক দিনে প্রায় ৪ হাজার নতুন সংক্রমণের ফলে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান। তিনি এ প্রসঙ্গে মহামারী সম্পর্কে কিছু মানুষের উদাসীনতার সমালোচনা করেন। সামাজিক ব্যবধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্পান। তবে তার মতে, দেশের স্বাস্থ্য পরিষেবা অবকাঠামো বর্তমানে পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। সংক্রমণের হার আরও বাড়লে অবশ্য গোটা ব্যবস্থা চাপের মুখে পড়বে বলে বেশির ভাগ বিশেষজ্ঞ মনে করছেন। জার্মানির হাসপাতালগুলোর আইসিইউ এখনো গুরুতর অসুস্থ করোনা রোগীদের চিকিৎসা করতে পারছে। জার্মানির বড় শহরগুলোয় করোনা সংক্রমণের হার মারাত্মক আকার ধারণ করছে। রাজধানী বার্লিন ও আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত শহর ফ্রাঙ্কফুর্ট করোনা ‘হটস্পট’ হয়ে উঠেছে। দুই শহরেই কিছু কড়া বিধিনিয়ম চালু করা হয়েছে। এর আওতায় রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত বার ও রেস্তোরাঁ বন্ধ রাখা হচ্ছে।

সর্বশেষ খবর