রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক চিকিৎসকের লড়াই

মেজর ডা. খোশরোজ সামাদ

এক চিকিৎসকের লড়াই

২৭ দিন ধরে অনশন করায় ডা. গোবিন্দকে অক্সিজেন দিতে হচ্ছে। ইনসেটে ডা. গোবিন্দ

পাশের ছবির মুমূর্ষু মানুষটি একজন চিকিৎসক। নাম ডা. গোবিন্দ কে সি। তিনি নেপাল ত্রিভুবন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে অর্থোপেডিক্স বিভাগে গুরুত্বপূর্ণ পদে কর্মরত। ডা. গোবিন্দ রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র। এই কলেজ থেকে ২০ তম ব্যাচে এম বি বি এস ডিগ্রি অর্জন করেন। শুধু নেপালেই নয় আন্তর্জাতিক পরিমন্ডলে অনাচার, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে তিনি খাপখোলা তরবারির মতো ঝলসে উঠেছেন বার বার। পদ-পদবি ক্ষমতা প্রতিপত্তি অর্থের মোহজালে আবদ্ধ না হয়ে স্বাস্থ্য খাতের ভয়ঙ্কর অব্যবস্থার বিরুদ্ধে তিনি অনশন শুরু করেন। অনশনের মতো অহিংস অথচ নিজের মৃত্যুর ঝুঁকির পথে গতকাল তিনি ২৭তম দিন পার করলেন। অর্থোপেডিক সার্জন বা চিকিৎসা বিজ্ঞানের যে শাখারই প্রতিনিধি হোন না কেন দিন শেষে সব চিকিৎসকই প্রত্যেকে এক একজন মানুষ। করোনাকালে সারা দুনিয়ার প্রায় সব দেশেই স্বাস্থ্যের মতো অত্যাবশকীয়  বিষয় যে কত অবহেলিত তা সবার কাছে দৃশ্যমান হয়ে উঠে। তাই ভিন্ন  দেশ হলেও ডা. গোবিন্দের মতো সারা পৃথিবীতে জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থার পক্ষে সর্বসাধারণের অবস্থান উঁচুকণ্ঠে ভেসে আসছে। সচেতন মানুষেরা তাঁর ভগ্নস্বাস্থ্যের জন্য শুধু উৎকণ্ঠাই প্রকাশ করেনি, তাঁর রোগমুক্তির জন্য যা যা করণীয় তা করবার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোরালো দাবি জানিয়েছেন।

লেখক : ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর