সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মঙ্গলগ্রহ আরও উজ্জ্বল

মঙ্গলগ্রহ আরও উজ্জ্বল

মহাবিশ্বে অবাক করার মতো অসংখ্য ঘটনা ঘটে। তেমনি একটি ঘটনা- সূর্য, পৃথিবী ও মঙ্গলগ্রহের একই সরলরেখায় অবস্থান। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী পরশু রাতে পৃথিবী, সূর্য ও মঙ্গলগ্রহ একই সরলরেখায় অবস্থান করবে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘অপজিশন’। এতে মঙ্গলগ্রহকে আরও বড় এবং উজ্জ্বল দেখাবে। এ তথ্য জানিয়েছে বিবিসি। এর কারণ হচ্ছে- সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ১২ মাস আর মঙ্গলগ্রহের সময় লাগে ২৬ মাস। সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা দুটি গ্রহ একই সরলরেখায় আসতে সময় নেয় দুই বছর। এরপর আবার তারা পথ চলতে শুরু করে। পৃথিবী, মঙ্গল ও সূর্য একই সরলরেখায় অবস্থান নেওয়ার কারণে মঙ্গলগ্রহকে আকারে বেশ কিছুটা বড় ও উজ্জ্বল দেখাবে। কারণ সূর্যের চারপাশে প্রদক্ষিণ করার সময় মঙ্গলগ্রহ পৃথিবী থেকে প্রায় ৬২.৬ মিলিয়ন কিলোমিটার (৩৮.৫ মিলিয়ন মাইল) দূরে অবস্থান করবে। মঙ্গলগ্রহের পৃথিবীর কাছে আসা এবং সূর্যের সঙ্গে একই সরলরেখায় থাকা দুটি একসঙ্গে ঘটবে ১৪ অক্টোবর। মঙ্গল পুব থেকে পশ্চিমে যাবে দক্ষিণ দিকে হেলে। এর তিন দিন পর অমাবস্যা। জ্যোতির্বিজ্ঞানী দামিয়ান পিচ বিবিসিকে জানিয়েছেন, বিস্ময়কর ঘটনার সাক্ষী হতে আপনাকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সূর্য ডুবে যাওয়ার পর থেকে রাত ১০টার মধ্যেই দক্ষিণ-পূর্ব আকাশে অ™ভুত ঘটনাটি দেখা যাবে। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে পৃথিবী, সূর্য ও মঙ্গলগ্রহ একই সরলরেখায় অবস্থান করেছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর