সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
অন্য খবর

বাড়ি থেকে কাজ করে ক্লান্ত মাইক্রোসফটের সিইও

বাড়ি থেকে কাজ করে ক্লান্ত মাইক্রোসফটের সিইও

করোনার কারণে অনেক প্রতিষ্ঠানে কাজের পরিবেশও পাল্টে গেছে। কিছু কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানে এখন আর অফিসে বসে কাজ করতে হয় না। কিন্তু বাড়িতে অফিসের কাজ করতে গিয়ে এখন অনেকই বীতশ্রদ্ধ। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। কিন্তু তিনি জানালেন, অফিসের কাজ বাড়িতে করতে গিয়ে তিনি ক্লান্ত। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, এভাবে বাড়ি থেকে কাজ করতে গিয়ে গোটা দিন তাঁর ঘুম পাচ্ছে এবং ক্লান্ত হয়ে পড়ছেন। তিনি বিশেষত দোষারোপ করেছেন ভিডিও কলকে, তার জন্য অনেক বেশি মনোসংযোগ লাগছে এবং লোকজনকে ক্লান্ত করে দিচ্ছে। তিনি বলেছেন, ‘সকালে প্রথমেই ৩০ মিনিট ধরে ভিডিওতে মিটিং করলে তুমি ক্লান্ত হয়ে পড়বেই, কারণ ভিডিওর দিকে তাকিয়ে মনোসংযোগ করার প্রয়োজনে।’

সর্বশেষ খবর