সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
উইঘুরদের ওপর গণহত্যা

সমর্থক সেই ৪৫টি দেশ কর্তৃত্ববাদী শাসনে ভুগছে : রুশন আব্বাস

প্রতিদিন ডেস্ক

উইঘুর মুসলিম বংশো™ভূত আমেরিকান মানবাধিকার আন্দোলনকারী রুশন আব্বাস উইঘুরদের ওপর চলমান গণহত্যা সমর্থন করে যে ৪৫টি দেশ বিবৃতি দিয়েছে, তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, চীনের কুকর্মের সমর্থনকারী এই ৪৫টি দেশ কর্তৃত্ববাদী শাসনে ভুগছে। তাদের অবস্থা এমনই যে, সহজেই তাদের কেনা যায়। বার্তা সংস্থা এএনআই জানায়, রুশন আব্বাস এক ভিডিও বার্তায় চীন সমর্থক আফ্রিকান দেশগুলোর অবস্থা বর্ণনা করছিলেন। তিনি বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর মাধ্যমে চীন যে বিনিয়োগ করছে আর ঋণ দিচ্ছে তার উদ্দেশ্য হলো ফাঁদে ফেলে বিভিন্ন দেশকে আধুনিক দাসত্বের শিকলে বাঁধা। লক্ষ্যার্জনে চীনের কমিউনিস্ট পার্টি মিথ্যাচার করে। তিব্বতি, উইঘুর, মঙ্গোলীয় আর হংকংবাসীর সঙ্গে মিথ্যাচার করেছে বেইজিং।

‘বিশ্বজয় আধিপত্য করার স্বপ্নে মশগুল চীন’- বলেন রুশন, ‘এজন্যই তারা দেশে দেশে চাতুরীর সঙ্গে ঋণের জাল বিছিয়ে দিচ্ছে। যেসব দেশ চীনকে সমর্থন করছে তারাও চীনের মতোই নিপীড়ক।’ রুশন আব্বাস বলেন, চীন যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে জিনজিয়াংয়ে উইঘুরদের ওপর নির্যাতনই তার প্রমাণ। অথচ রক্তচোষা চীনের কাছ থেকে অর্থ ঋণগ্রস্ত কতগুলো মুসলিম রাষ্ট্র ‘অন্ধ’ হয়ে আছে। তাদের জনগণ রয়েছে উইঘুরদের পক্ষে; তারা স্তাবকতা করছে চীনের। ‘ইচ্ছাকৃতভাবে যারা শয়তানের পক্ষে কাজ করে আল্লাহ কখনো তাদের পক্ষে থাকে না’- এ ব্যাপারে হুঁশিয়ার থাকার আহ্বান জানিয়ে স্বনামখ্যাত এই উইঘুর নারী বলেন; বিপথগামী দেশগুলোকে আমি বলছি, তোমরা চীনের লজ্জাকর অধঃপতনের সাক্ষী হয়ো না। এখনো সময় আছে। শুদ্ধ হও।

সর্বশেষ খবর