মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অর্ধেক তার পুরুষ, অর্ধেক নারী

অর্ধেক তার পুরুষ, অর্ধেক নারী

এ জগতে জীববৈচিত্র্যের অভাব নেই। আবার প্রকৃতির খেয়ালে এমন অনেক কিছু ঘটে যায়, যা সচরাচর হয় না। সম্প্রতি তেমনই একটি পাখির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। রোজ-ব্রেস্টেড গ্রসবিক প্রজাতির ওই পাখিটির অর্ধেক পুরুষ, অর্ধেক নারী। সম্প্রতি অত্যন্ত বিরল এই পাখিটির খোঁজ পেয়েছেন পেনসিলভেনিয়ার জীববিজ্ঞানীরা। পাখি হিসেবে রোজ-ব্রেস্টেড গ্রসবিক অবশ্য বিরল প্রজাতিভুক্ত নয়। কিন্তু, পেনসিলভেনিয়ার যে পাখিটিকে চিহ্নিত করে পক্ষীবিশারদরা গবেষণাগারে নিয়ে গেছেন, সেটি অত্যন্ত বিরলই। কারণ, পাখিদের ক্ষেত্রে এমন ‘হরগৌরী’ কদাচিৎ চোখে পড়ে। তবে প্রজাপতির দুনিয়ায় কিন্তু এ ঘটনা বিরল নয়। প্রায়ই দেখা যায়। কেঁচোর মধ্যেও নারী-পুরুষের স্বাভাবিক সহাবস্থান। কিন্তু, পাখিদের মধ্যে এটা অস্বাভাবিক। পাখিটি যে একই সঙ্গে পুরুষ এবং স্ত্রীও- বিজ্ঞানীদের এটা বোঝার জন্য ল্যাবে চালান করেন। ল্যাবের কিছু পরীক্ষা-নিরীক্ষায় সে প্রমাণ মিলেছে। শরীর ডানদিকে প্রত্যাশা মতোই তারা একটি শুক্রাশয়ের সন্ধান পেয়েছেন। রয়েছে পুরুষের আর সব বৈশিষ্ট্যও। বাকি অর্ধেকে আছে একটি ডিম্বাশয় ও অন্যান্য স্ত্রী বৈশিষ্ট্য। কেন এমন হয়? বিজ্ঞানীরা বলেছেন, কোনো ডিমের ভিতরে যদি একটার বদলে দুটো আলাদা নিউক্লিয়াস থাকে, এবং সেটি যদি দুটি স্পার্মের মাধ্যমে নিষিক্ত হয়, তখন ডিমটির মধ্যে দুটি লিঙ্গের ক্রোমোজমের আলাদাভাবে বিকাশ হতে থাকে। জীব বিজ্ঞানের পরিভাষায় এই অবস্থাকে বলা হয়ে থাকে বাইলেটেরাল গাইন্যানড্রোমর্ফিসম।

সর্বশেষ খবর