মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

১২ জন লোকের জন্য ৯০ লাখ পরীক্ষা করবে চীন

পাঁচ দিনে শহরের ৯০ লাখ বাসিন্দার করোনাভাইরাস পরীক্ষার উদ্যোগ নিয়েছে চীন। বিদেশ থেকে আসা রোগীদের করোনাভাইরাস চিকিৎসায় নিয়োজিত একটি হাসপাতাল থেকে এক ডজন লোকের মধ্য ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর এই গণপরীক্ষার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন গতকাল জানিয়েছে, পাঁচ দিনের মধ্যে পুরো ছিংদাওয়ে শহরটি পরীক্ষা করা হবে। ইতিমধ্যে শহরের প্রায় ১,১৪,৮৬২ জন ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষা করা হয়। তাদের সবার ফলাফল নেগেটিভ এসেছে। এদের মধ্যে স্থানীয় হাসপাতালের চিকিৎসক এবং নার্সও রয়েছে। অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, শহরটির বাসিন্দারা পরীক্ষা করাতে কেন্দ্রগুলোতে দাঁড়িয়ে আছেন।

সর্বশেষ খবর