মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ব্রিটেনের ওপর আস্থাহীনতায় ইইউ

ব্রেক্সিট চুক্তির শর্ত ভেঙে ব্রিটেনের ভাবমূর্তির ক্ষতি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই অভিযোগ ইইউ নেতাদের। সে কারণে ইইউ নেতারা বাণিজ্য চুক্তির ক্ষেত্রে আইনি রক্ষাকবচের ওপর জোর দিচ্ছেন। কূটনৈতিক তৎপরতা তুঙ্গে উঠছে। বৃহস্পতিবার ইইউ শীর্ষ সম্মেলনে ব্রিটেনের সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী সম্পর্কের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। নভেম্বরের শুরুর মধ্যে বোঝাপড়া চূড়ান্ত না হলে আগামী ১ জানুয়ারি চুক্তি ছাড়াই পাকাপাকিভাবে ইইউ ত্যাগ করবে ব্রিটেন। তাই আলোচনায় সাফল্যের জন্য চাপ বাড়ছে। অন্যদিকে আইন প্রণয়ন করে ব্রেক্সিট চুক্তির শর্ত ভাঙায় ব্রিটেনের ওপর ইইউর আস্থা তলানিতে এসে ঠেকেছে। তাই ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে চুক্তি সম্ভব হলেও ব্রিটেন যে সেই চুক্তিরও শর্ত ভাঙবে না, তা নিশ্চিত করার জন্য আইনি রক্ষাকবচের জন্য চাপ বাড়ছে।

সর্বশেষ খবর