বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
সীমান্তে চীনের নতুন চাল

এবার প্যাংগং লেকে কড়া নজরদারি

এবার প্যাংগং লেকে কড়া নজরদারি

সীমান্তে গত প্রায় পাঁচ-ছয় মাস ধরে উত্তেজক পরিস্থিতি রয়েছে। এই দোলাচলের প্রথম থেকেই প্যাংগং লেকের দিকে নজর রয়েছে চীনা বাহিনীর। চীনা সেনারা হাইস্পিড পেট্রোলিং ক্রাফটের দরুণ নজর রাখছে প্যাংগং লেকের পানিতেও। এই কাজে ব্যবহার করা হচ্ছে,

Type 305, Type 928D এর মতো বোট।

স্যাটেলাইট চিত্র বলছে, চীন এখন প্যাংগং লেকের গভীরতা মাপতে শুরু করেছে। এর জন্য ব্যবহার করা হচ্ছে অত্যন্ত উন্নতমানের প্রযুক্তি, যা সাধারণত সাবমেরিনবিরোধী যুদ্ধের জন্য ব্যবহৃত হয়।

৩১ জুলাই, ইন্ডিয়া টুডের ওএসআইএনটি’র একটি টিম জানিয়েছিল- ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮-এর মধ্যে চীনের মোট ১৩টি বোট উপস্থিত রয়েছে। তবে এবার জানানো হয়েছে ফিঙ্গার পাঁচ-এর কাছে আরও আটটি বোট বাড়ানো হয়েছে।

সর্বশেষ খবর