শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রাখাইনে শিশু হত্যা বৃদ্ধি, জাতিসংঘের গভীর উদ্বেগ

মিয়ানমারে শিশু হত্যা ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে জাতিসংঘ। চলতি মাসের শুরুর দিকে উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর হাতে দুই শিশু নিহতের ঘটনায় এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাগুলো ‘দুঃখ ও শোক’ প্রকাশ করে। সেই সঙ্গে শিশু নিহতের ঘটনার ‘পূর্ণ, স্বচ্ছ এবং দ্রুত তদন্তের জন্য’ আহ্বান জানিয়েছে তারা। খবর পার্সটুডের। জাতিসংঘের সংস্থাগুলো গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, বুধিডাং জনপদে ৫ অক্টোবর ঘটনাটি ঘটেছে- যেটা ২০১৯ সালের মাঝামাঝি সময় থেকে  সেনাদের বিরুদ্ধে শিশু নির্যাতনের হটস্পট হিসেবে চিহ্নিত। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ঘটনায় আমরা দুঃখিত ও শোকাহত এবং নিহতদের পরিবারের প্রতি    আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

সর্বশেষ খবর