শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চুক্তি ছাড়াই ব্রেক্সিটের প্রস্তুতি

চুক্তি ছাড়াই ব্রেক্সিটের প্রস্তুতি

বরিস জনসন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) ব্যাপারে প্রস্তুতি নেওয়ার সময় এখন চলে এসেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সমঝোতার বিষয়টি গুরুত্বের সঙ্গে না নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাঁচ বছর ধরে চলমান ব্রেক্সিট সংকট শেষ পর্যন্ত চুক্তিবিহীন হলে তা হবে বিশৃঙ্খলাপূর্ণ। করোনা মহামারীকালে যেখানে অর্থনৈতিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে সেখানে চুক্তিবিহীন ব্রেক্সিট হলে ব্রিটেন, ইইউর সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। বৃহস্পতিবার ব্রেক্সিট সম্মেলনে ইইউ আল্টিমেটাম দিয়ে বলেছে, তারা আলোচনার অগ্রগতির হাল দেখে উদ্বিগ্ন। লন্ডনকে মূল বিষয়টি মেনে নিতে হবে নতুবা তাদেরকে পয়লা জানুয়ারি থেকে ব্লকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। টেলিভিশনে দেওয়া ভাষণে জনসন বলেছেন, ‘আমি উপসংহার টেনেছি যে, আমাদের কর্মসূচিসহ পয়লা জানুয়ারির জন্য প্রস্তুত হতে হবে, যেটি অস্ট্রেলিয়ার মুক্ত বিশ্ব বাণিজ্যের সাধারণ নীতিভিত্তিক।’ তিনি বলেন, ‘উন্মুক্ত হৃদয় ও সম্পূর্ণ আস্থার সঙ্গে আমরা বিকল্পকে গ্রহণের জন্য প্রস্তুতি নেব এবং একটি মুক্ত বাণিজ্য দেশ হিসেবে শক্তিশালী উন্নয়ন ও নিয়ন্ত্রণ করব এবং আমাদের নিজস্ব আইন নির্ধারণ করব।’

সর্বশেষ খবর